Khoborerchokh logo

পীরগঞ্জে আবারো শিলাবৃষ্টি ঘর-বাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষতি 345 0

Khoborerchokh logo

পীরগঞ্জে আবারো শিলাবৃষ্টি ঘর-বাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
 রংপুরের পীরগঞ্জে আবারো শিলাবৃষ্টিতে ৪ শতাধিক ঘর-বাড়ি সহ কৃষকের ইরি/বোরো ধান, ভূট্টা, পাটসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়দরগাহ্,মিঠিপুর ও শানেরহাট ইউনিয়নের উপর দিয়ে বয়ে হানা দিয়েছে এ কালবৈশাখী ঝড়। 
সরেজমিনে গত শক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত্য ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে দেখাযায়-বড়দরগাহ্ ইউনিয়নের ছোট মির্জাপুর, হাজিপুর সাহাপাড়া, মন্ডলাবাড়ি, চাঁপাবাড়ি,গুর্জিপাড়া ও শানেরহাট ইউনিয়নের মেষ্টা, পার্বতীপুর, দামোদরপুর, রায়তী-সাদুল্যাপুর, খোলাহাটি, ধল্যাকান্দি,বড়-পাহাড়পুর এবং মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর গ্রামসহ কাশিমপুর, ভাগজোয়ার,কাশিমপুর গবরা গ্রামের কৃষকের উঠতি বির/বোরো ধানসহ ভূট্টা,পাট ও কচু ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ো হাওয়া ও অঝোড় শিলাবৃষ্টির কারনে ধানগাছ গুলো ধানবিহীন ঝাটর ন্যায় দাড়িয়ে, কোথাও আবার মাটির সাথে  মিশে গেছে। এছাড়াও কলা, সাক-শব্জিসহ অন্যান্য ফসলের ও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত্য ক্ষতিগ্রস্থ ফসলের মাঠে শত শত কৃষকের গুমড়ে গুমড়ে বুকফাটা কান্না ও গগন বিদারি হাহাকার।সাথে উল্লিখিত গ্রাম গুলোর প্রায় ৪শতাধিক পরিবারের ঘরের টিনের চালা শিলাবৃষ্টির আঘাতে চুর্ণ-বিচুর্ণ হওয়াসহ অনেকের বাড়ীসহ টিনের চালা দুমড়ে-মুছড়ে গেছে। উল্লেখ্য, এর আগেও গত ৭ এপ্রিল উক্ত এলাকায় কালবৈশাখীর থাবায় অসংখ্য বাড়ীঘরসহ প্রায় ৫০ হেক্টর ফসলি জমির ক্ষতি সাধিত হয়েছিল। এবারেও প্রায় ৪০ হেক্টর জমির ফসলের ক্ষতি সাধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষিবিদ সাদেকুজ্জামান।ক্ষতিগ্রস্থ  এলাকার অসংখ্য কৃষকের অভিযোগ উপজেলা কৃষিবিভগের কেহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসেনি। অপরদিদেকে উপজেলা এ কর্মকর্তা বলেন- আমরা গত বৃহস্পতিবারই পরিদর্শন করেছি। অবশ্য  ক্ষতিগ্রস্থএলাকায় গিয়ে পীরগঞ্জ উপজেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মিজানুর রহমানকে পাওয়া গেছে। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করোসহ বাড়ীঘরের ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের সাধ্যমমে সরকারি সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় স্ব স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com